তোমাতে মজেছি
- শাহরিয়ার আসিফ - (মহাসত্য সম্ভার) ০৭-০৫-২০২৪

একটি প্রদীপ পেয়েছি!
যে প্রদীপ দিয়েছে আলোর দিশা।
উজ্জ্বল রশ্মি প্রশস্থ দিগন্ত।
আমি আর্চিব হেতা বিন্দু বিন্দু
আলোক সিন্ধু গড়ার তরে।
হয় মূর্চনা যাবো নয় বিবৎস হবো
নিতর দেহের প্রাণ বদ করে তোমার আলোক আহারিব।

একটি পুষ্প পেয়েছি!
যার সুবাস অনুনাসিক গহবরে মিলে বারবার।
স্বর্গীয় আভায় সুরভিত দিগন্ত।
মালিরা মিলছে ভ্রমরেরা ছুটছে।
আমি গ্রহিবো ঘ্রাণ্য বিন্ধু বিন্ধু,
আতর রাজ্য গড়ার তরে।
হয় উদ্মাদ হবো নয় উদ্ভট হবো।
বিশ্বারাজ্যের স্বাদ বদ করে তোমার খুশবো আহারিব।

একটি রত্ন পেয়েছি, মহামূল্যমান রত্ন!
ভাগ্যগুণে সবার অদৃষ্টে জুটে না যেথা।
যে রত্ন স্মরনে আনে প্রেমাষ্পদের মহা পবিত্রকথা।
আমি পেয়েছি, তোমারে পেয়েছি।
জগৎত্রাতার অনন্যদানে তোমার প্রেমে মজেছি।
আজি গাঁ ছেড়ে নাচিব কিংবা উচ্চ বাক্যে গাহিব।
আমাতে ত্যাজিব তবুও তোমাতে মিশিব।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।